হত্যা ও চাঁদাবাজির মামলায় কামরুল ইসলামের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন ও নির্বাচনী এলাকার ঘটনায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মোট সাত মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার পৃথক তিনটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
আসামিপক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী জানান, এর আগে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর জজ আদালতে আবেদন করা হয়েছিল। তবে সেখানেও জামিন নামঞ্জুর করা হয়েছে। এখন আমরা উচ্চ আদালতে যাব।
সাতটি মামলার মধ্যে দুটি মামলা চাঁদাবাজির, যেগুলো কামরুল ইসলামের নির্বাচনী এলাকার বলে জানা গেছে। বাকি পাঁচটি মামলা বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়।
জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে একাধিকবার রিমান্ড মঞ্জুর হয় এবং বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, এ পর্যন্ত কামরুল ইসলামের বিরুদ্ধে মোট ২৩টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থান-পরবর্তী হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও আইসিটি আইনের আওতায় দায়েরকৃত মামলা।
বিআলো/এফএইচএস



