হত্যা করে বিপ্লবের চেতনাকে দমন করা যায় না: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে দমন করা যায় না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার ভোরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, হাদির জানাজা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। এটি ছিল বৈশ্বিক সংহতির প্রতীক।
হাদির হত্যাকাণ্ড নির্বাচনে প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং এই ঘটনার কোনো প্রভাব পড়বে না।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
এদিকে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, হাদিকে কারা হত্যা করেছে তা জনগণ জানে। তিনি প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং গোয়েন্দা ব্যর্থতার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, সরকার যদি এ বিষয়ে স্পষ্ট না হয়, তবে জনগণের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে।
বিআলো/শিলি



