হবিগঞ্জ-২ আসন, বিএনপি-জমিয়ত-গণ অধিকার পরিষদের প্রার্থী ডা. জীবনের সংবাদ সম্মেলন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত-গণ অধিকার পরিষদের প্রার্থী (ধানের শীষ প্রতীক) ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন সংবাদ সম্মেলন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) সকালে বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসুফী, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর উদ্দিন আহমেদ,
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বর্তমান সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ও ডা. জীবনের মিডিয়া ম্যানেজার সাংবাদিক মোশাররফ হোসাইন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা তাওহীদ হাসান এবং বানিয়াচং উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা বশীর আহমেদ।
এছাড়া বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সিনিয়র সদস্য একে আজাদ, যুগ্ম সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডা. জীবন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং তিনি এমপি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
বিআলো/আমিনা



