হবিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত কিতাব আলী আটক
dailybangla
21st Jan 2026 9:46 pm | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকা থেকে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত কিতাব আলীকে আটক করেছে সেনাবাহিনী। তবে তাকে ১৫১ ধারায় চালান দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার বিকেলে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একদল সেনাসদস্য অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় ডাকাত কিতাব আলীর কাছ থেকে একটি এয়ারগান, ৪টি রামদা, ২টি চাপাতি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, দরিয়াপুর এলাকায় বাসিন্দা ডাকাত কিতাব আলী একজন দুর্ধর্ষ ডাকাত। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করে দেয়।
বিআলো/আমিনা



