হবিগঞ্জের সাবেক অতিরিক্ত দায়রা জজ কামাল উদ্দিনের ইন্তেকাল
জুয়েল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.কে.এম কামাল উদ্দিন ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তিনি সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ হিসাবে পদয়ান পেয়ে বদলি হন।
সম্প্রতি হঠাৎ করে স্ট্রোক করলে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে সেখানে অবস্থা অবনতি হলে ঢাকা গুলশান-২ ইউনাইটেড হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে না ফেরার দেশে চলে যান। বিচারকের মৃত্যুর খরব শুনার পর হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিচার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অনেক আইজীবী ও বিচারক যোগযোগ মাধমে গভীর সমবেদনা জানান। তিনি পটুয়াখালী জেলার গলাচিপার উপজেলার পূর্ব বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মরহুম হেলাল উদ্দিনের পুত্র। বিচারকের জানাজা রবিবার বাদ আছর জৈনপুরি খানকা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
বিআলো/আমিনা



