হরিনাকুণ্ডুতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত
হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও দুধ পানের গুরুত্ব তুলে ধরতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. এস. এম. আতিকুজ্জামান।
তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী করে গড়ে তুলতে সহায়ক হবে। প্রশিক্ষণে দুধের পুষ্টিগুণ, নিয়মিত দুধ পান করার উপকারিতা, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে দুধভিত্তিক পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণে সহযোগিতা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোস্তাকিম মুকুটসহ এলএফএ ও এলএসপি কর্মকর্তারা।
এছাড়াও দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান।
বিআলো/আমিনা



