হলফনামা যাচাই হলে হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক
বিআলো প্রতিবেদক: ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদের যে হলফনামা দিয়েছিলেন, তাতে বাস্তব তথ্যের সঙ্গে বড় ধরনের অসঙ্গতি ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
রোববার দুদক মিডিয়া সেন্টারে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, সে সময় যদি নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে হলফনামা যাচাই করত, তাহলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।
তিনি বলেন, যেসব সম্পদ হলফনামায় প্রদর্শিত হয়নি, সেই ধরনের সম্পদের মালিক যেন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসেন, সেটাই হওয়া উচিত। ন্যায়বান ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচিত হলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সুশাসন ও গণতান্ত্রিক উত্তরণে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, এ ক্ষেত্রে দুদক ও গণমাধ্যমের সহযোগিতা আরও জোরদার হবে। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৬ সাল বাংলাদেশের জন্য একটি স্মরণীয় বছর হয়ে উঠবে।
অনুষ্ঠানে র্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাবারুল হক।
বিআলো/শিলি



