হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
মো. রাফিউ হাসান হামজা, শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় অবৈধ ও অসাস্থ্যকর খাদ্য প্রস্তুত, ভেজাল পণ্য সংরক্ষণ এবং সেবা খাতে অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী। সোমবার (১২ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পঁচাবাসি খাবার সংরক্ষণ এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে হাজী সুইটসকে ৫০ হাজার টাকা, একই অপরাধে নবাবী হোটেলকে ১৫ হাজার টাকা এবং রিজিক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সস ব্যবহার করায় খাওয়া দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মিডওয়ে ফার্মেসিকে ১০ হাজার টাকা, ডেঙ্গু পরীক্ষার অতিরিক্ত ফি নেওয়ায় হাজীগঞ্জ জেনারেল হাসপাতালকে ৮ হাজার টাকা এবং মিথ্যা ডাক্তারের পদবি ব্যবহার করায় দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই জরিমানার অর্থ পরিশোধ করে ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ ও অন্যান্য প্রতিষ্ঠানেও মনিটরিং জোরদার করা হয়েছে।
বিআলো/আমিনা



