হাদীকে গুলি: সাবেক ছাত্রলীগ নেতার নাম সামনে এলো
বিআলো ডেস্ক: ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদকে সম্ভাব্য হামলাকারী হিসেবে শনাক্ত করার দাবি উঠেছে। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ও ডাকাতির মামলায় গ্রেপ্তারের এক মাসের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।
অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানায়, হামলার সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা ছবি ও ফেস ডিটেকশন বিশ্লেষণে গুলিবর্ষণকারীর সঙ্গে ফয়সাল করিম মাসুদের চেহারার মিল পাওয়া গেছে। বিশেষ নকশার একটি ঘড়িও দুই ক্ষেত্রেই দেখা যায়।
ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে আদাবরে একটি ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। র্যাবের হাতে গ্রেপ্তার হলেও এক মাসের মাথায় কীভাবে তিনি মুক্তি পান, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই।
শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওসমান হাদীর ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওসমান হাদী হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন এবং এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।
বিআলো/শিলি



