হিরো আলম গ্রেফতার: রিয়া মনির প্রতিক্রিয়া
dailybangla
15th Nov 2025 3:13 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী রিয়া মনি মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের সুষ্ঠু বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।
রিয়া মনি গত ২৩ জুন হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা দায়ের করেছিলেন। মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকেও আসামি করা হয়েছে।
গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শনিবার (১৫ নভেম্বর) পুলিশ তাকে আটক করেছে।
বিআলো/এফএইচএস



