হৃদরোগ চিকিৎসায় নতুন অধ্যায়: বাংলাদেশ-চীন যৌথ হাসপাতাল উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চালু হলো বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতালসহ ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার ও আধুনিক সিসিইউ। উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।
স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নবনির্মিত বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করেন। উন্নতমানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই এসব ইউনিট চালু করা হয়েছে। উদ্বোধনের পর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে যেন দেশবাসীকে বিদেশে যেতে না হয়- সেজন্য সরকার অত্যাধুনিক চিকিৎসা সুবিধা গড়ে তুলছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ।
বিআলো/শিলি



