হোয়াইট হাউসের কাছে সশস্ত্র হামলা, গুরুতর আহত দুই সেনা সদস্য
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছেই সশস্ত্র হামলার ঘটনায় ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে।
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে দুই ব্লকেরও কম দূরত্বে বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। শহরের মেয়র মুরিয়েল বাউসার এটিকে ‘পরিকল্পিত হামলা’ বলে উল্লেখ করেছেন।
ঘটনাটি জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করছে মার্কিন কর্তৃপক্ষ। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত করছে।
গুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে বলে মন্তব্য করেছেন।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানিয়েছেন, হামলাকারী একজনই ছিলেন। ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, যেকোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। তিনি আহত সেনা সদস্যদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



