‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশের পরিবর্তন আসবে’
সুনামগঞ্জ প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, গণভোট ২০২৬ সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট দিন পছন্দের প্রার্থীকে। গোলাপী ব্যালটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খালিদ হোসেন বলেন, এ গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করে স্বৈরাচারী পদ্ধতিকে চিরতরে নির্মূল করতে হবে।
তিনি বলেন, এবার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন। বিগত তিনটি নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। এবার ভোটকেন্দ্রে ভোটার ঢুকবে কিন্তু কোনো অনিয়ম ঢুকবে না। বিগত সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনগুলোকে প্রহসনমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, তখন গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছিল।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, কোনো জেলা বা উপজেলার প্রার্থী কিংবা তাদের কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে এবং প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে সেক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশের পরিবর্তন আসবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার আবু সালেহ মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব সাদেক আহমদ ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম।
এছাড়া বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, সাবেক প্রিন্সিপাল ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, গণভোট ২০২৬ সফল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সুষ্ঠু ও অবাধ ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাই এই গণভোটের মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন।
বিআলো/আমিনা



