১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে গিয়ে শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত তারিখে তারেক রহমান পেকুয়ায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমানের কক্সবাজার সফর জেলা বিএনপির জন্য আনন্দের বিষয়। নেতাকর্মীরা তার আগমনের অপেক্ষায় রয়েছেন।
এর আগে ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়া এবং ১২ জানুয়ারি রংপুর সফরে গিয়ে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বিআলো/শিলি



