১৮৫ কিমি বেগে তাণ্ডব ‘ফাং-ওং’, ফিলিপাইনে লণ্ডভণ্ড জনজীবন
আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা, ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১০ লাখ মানুষকে।
রোববার (৯ নভেম্বর) রাতে স্থানীয় সময় লুজন দ্বীপের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন ‘ফাং-ওং’। ঝড়ের তীব্র বাতাস ও ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসা জানিয়েছে, স্থানীয়ভাবে ‘উয়ান’ নামে পরিচিত এই টাইফুনের বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে বহু গ্রাম পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। অরোরা প্রদেশে ভূমিধসের আশঙ্কা থাকায় লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ক্যাটানডুয়ানেসে এক ব্যক্তি ডুবে মারা গেছেন এবং সামার প্রদেশের ক্যাটবালোগানে ধসে পড়া বাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন এক নারী।
প্রবল ঝড়ের কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট এবং বন্ধ ঘোষণা করা হয়েছে ম্যানিলা ও বাইকলসহ কয়েকটি বিমানবন্দর। ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
আবহাওয়া দফতর জানায়, টাইফুনটি উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে তাইওয়ান প্রণালির দিকে যাবে এবং বৃহস্পতিবারের মধ্যে পশ্চিম তাইওয়ানে পৌঁছে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
এর আগে গত সপ্তাহেই দেশটিতে আঘাত হানে টাইফুন ‘কালমেইগি’, যাতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয় ও লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েন। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি



