• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২০ বছর পর গাজীপুরে তারেক রহমান ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভার প্রস্তুতি তুঙ্গে 

     dailybangla 
    26th Jan 2026 8:58 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন, গাজীপুর : দীর্ঘ ২০ বছর ৯ মাস ২৮ দিন পর গাজীপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    প্রিয় নেতাকে বরণ করে নিতে গাজীপুর মহানগর ও জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন তারেক রহমান। তৎকালীন মহাসচিব মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে সেই সভায় তিনি সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন।

    উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার একটি জনসভা করার কথা থাকলেও তৎকালীন প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে তা পণ্ড হয়ে যায়। দীর্ঘ সময় পর তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

    সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই জনসভা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ কয়েক দফায় সভাস্থল পরিদর্শন করেছেন। মঞ্চ নির্মাণ এবং জনসমাগম ব্যবস্থাপনার জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তার পাশাপাশি পুরো এলাকা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও র‌্যাব।

    পুরো জনসভাস্থল ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নারী সমর্থকদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা। গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, লাখ লাখ মানুষের অংশগ্রহণে এই জনসভা গাজীপুরের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

    আয়োজকদের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে আয়োজিত এই সভায় ৩ থেকে ৪ লাখ মানুষের সমাগম ঘটবে। স্থানীয় ৫টি সংসদীয় আসনের নেতাকর্মীদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

    বিশেষ করে গাজীপুরের আসনগুলোতে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় ঐক্যবদ্ধ বিএনপি এই সভার মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায়। সোমবার বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদা, অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ মো. তাহেরুল হক চৌহানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

    মাঠেই অবস্থান করে তদারকি করছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিসহ মহানগর ও জেলার সিনিয়র নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031