২০২৪–২০২৫ অর্থবছরেও লাভের ধারাবাহিকতা বজায় রাখলো বাংলাদেশ পর্যটন করপোরেশন
নিজস্ব প্রতিবেদক: সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০২৪–২০২৫ অর্থবছরেও অপারেটিং লাভ অর্জন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)। চলতি অর্থবছরে সংস্থাটির অপারেটিং লাভ দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকা।
গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৫৬তম বাণিজ্যিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। আগারগাঁওস্থ পর্যটন ভবনে দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সংস্থার সব বাণিজ্যিক ইউনিটের ব্যবস্থাপক ও ইউনিট ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাপক-এর বাণিজ্যিক ইউনিটসমূহের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা, রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য ভবিষ্যৎ কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, বিদ্যমান সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান প্রণয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্সের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করা।
সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান। অপরদিকে সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পুরো সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা।
সম্মেলনের শুরুতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত অর্থবছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সংস্থার পরিচালক (বাণিজ্যিক) জনাব জামিল আহমেদ। এ সময় বাপক-এর বাণিজ্যিক কার্যক্রম আরও জোরদার করে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কৌশল ও সুপারিশ উপস্থাপন করা হয়।
সমাপনী পর্বে বিভিন্ন ওয়ার্কিং সেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সংকলন করে র্যাপোর্টিয়ার্স নোট উপস্থাপন করা হয়।
বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান বলেন, “সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ইউনিটগুলোকে আরও লাভজনক করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বাপক-এর কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা সচেষ্ট থাকার নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেবার মান বৃদ্ধি ও আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি।” তিনি বিদ্যমান সম্পদের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনের সমাপনী পর্বে ২০২৪–২০২৫ অর্থবছরের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক ইউনিটের ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ‘ম্যানেজার অব দ্য ইয়ার’, ‘বেস্ট পারফরমার’, ‘শ্রেষ্ঠ পাচক’, ‘শ্রেষ্ঠ পরিবেশক’ ক্যাটাগরিতে ৭ জনকে এবং ‘শ্রেষ্ঠ বাগান সৃজন’ ক্যাটাগরিতে ৩টি বাণিজ্যিক ইউনিটকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা গত অর্থবছরের সাফল্যের জন্য সংস্থার পরিচালক, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান এবং সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিআলো/তুরাগ



