২৫ বছরে পদার্পণ: বর্ণাঢ্য আয়োজনে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের রজত জয়ন্তী
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক যুব সেবা ও উন্নয়ন সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের রজত জয়ন্তী (২৫ বছর পূর্তি), ২৫তম কমিটির অভিষেক এবং ৬০০তম নিয়মিত সভা উদযাপন করেছে। গত ১৩ ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল উৎসবের আবহ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মানবিক উদ্যোগ। গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রিত ছিলেন শিয়ালবাড়ি বস্তির এক দরিদ্র গৃহকর্মী নারী। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তার হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা উপস্থিত অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। তিনি তরুণদের সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ।
পার্টনার ইন সার্ভিস কমিটি চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা শাইনিং-এর সভাপতি সাজেদুল হক পলাশ এমপিএইচএফ। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি আদিবা আজম মাটি এবং প্রোগ্রাম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল গালিব।
এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ—মৌমিতা নওশীন সাথী, হাসান আল মামুন, মাসুদুল আলম, নাহিদ মুন্সী, মিজানুর রহমান, নাবির হোসেন, আশিক রহমান এবং সভাপতি ইলেক্ট অলি আহমেদ জয়। বক্তারা সংগঠনের ২৫ বছরের সাফল্য, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের এই রজত জয়ন্তী উৎসব তরুণ নেতৃত্ব, মানবিকতা ও সামাজিক উন্নয়নের এক অনুকরণীয় উদাহরণ হিসেবে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে।
বিআলো/তুরাগ



