• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৩০ শিল্পপ্রতিষ্ঠান পেল ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ 

     dailybangla 
    24th Jun 2025 7:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: শিল্পখাতে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশের ৩০টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি আমাদের শিল্পখাতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা চাই, শিল্প উৎপাদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও শ্রমিক কল্যাণ নিশ্চিত হোক।”

    তিনি আরও বলেন, এ উদ্যোগ বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দৃঢ় অঙ্গীকারের অংশ। পরিবেশগত ব্যবস্থাপনা, শ্রমিকদের জন্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে দেশের ১৬টি সেক্টরের ৭২টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৩০টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে।

    এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি নিরপেক্ষ কমিটি, যারা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে।

    শ্রমিক-মালিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। শ্রমিকদের সন্তানসম বলে যারা মনে করেন, তারা প্রশংসার দাবিদার।” একই সঙ্গে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর নীতিমালা অনুসরণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।

    চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এসব পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “এই পুরস্কার শুধুমাত্র পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহ দিচ্ছে না, বরং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড প্রতিষ্ঠার পথও সুগম করছে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সহ-সভাপতি ও শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আরদাশির কবির, আইএলও প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930