৩২ ঘণ্টা পর উদ্ধার: বাঁচানো গেল না শিশু সাজিদকে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে প্রায় ৩২ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার পাওয়া দুই বছরের শিশু সাজিদ শেষ পর্যন্ত বাঁচানো গেল না। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ অভিযান শেষে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৫০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই সাজিদের মৃত্যু হয়; অতিরিক্ত ঠাণ্ডা ও অক্সিজেনের ঘাটতির কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
শিশুর মৃত্যু সংবাদ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। তিনি বলেন, “সাজিদকে আমরা আর বাঁচাতে পারলাম না।”
শিশুর নানা আইয়ূব আলী দাবি করেন, উদ্ধারকাজ চলাকালীন শিশুটি জীবিত ছিল। তিনি বলেন, “আমি নিজ চোখে দেখেছি সে নড়ছিল। ফায়ার সার্ভিসের লোকজনও বলছিল সে বেঁচে আছে। কিন্তু হাসপাতালে আনার পর মারা গেল।” শিশুর মরদেহ পরে তানোরের কুড়িরহাট পূর্বপাড়ায় পরিবারের বাড়িতে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রায় ৩২ ঘণ্টা আটকে থাকার পর রাত ৯টায় শিশুটিকে অচেতন অবস্থায় গর্ত থেকে তোলা হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরাই তার অবস্থা সম্পর্কে চূড়ান্ত মত দেন।
বিআলো/শিলি



