৯ম পে-স্কেলের গেজেট দাবি, বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ এবং ঘোষিত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাউফল সরকারি কবরস্থান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভাপতির বক্তব্যের লিখিত অংশ পাঠ করেন সংগঠনের উপজেলা সভাপতি শাহাবুদ্দিন মুন্সী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি কর্মচারীরা কোনো অযৌক্তিক দাবি বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আন্দোলনে নামেননি।
শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা সমবেত হয়েছেন। দীর্ঘদিন ধরে নানা অজুহাত ও প্রশাসনিক গড়িমসির কারণে ঘোষিত পে-স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় কর্মচারী সমাজ চরম হতাশার মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি কর্মচারীদের আইনসিদ্ধ অধিকার।
অথচ বাস্তবায়নের বিষয়ে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি উপদেষ্টার বক্তব্য ও অনীহা কর্মকর্তা-কর্মচারীদের গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। বক্তারা অবিলম্বে জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিআলো/আমিনা



