• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসরায়েলকে বয়কটের ডাক ইরাকি নেতা সদরের 

     dailybangla 
    04th Aug 2024 12:16 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সদর আরবসহ মুসলিম দেশগুলোকে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন ।

    পাশাপাশি তিনি ইসরায়েলি পণ্যের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ জানিয়েছেন। খবর মেহের নিউজের।

    সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে শুক্রবার (২ আগস্ট) দেয়া এক পোস্টে মুক্তাদা আল-সদর বলেন, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত।

    তিনি আরো বলেন, নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাস করা উচিৎ, যেন জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়।

    ইসরায়েল মধ্যপ্রাচ্যে সব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে চলেছে উল্লেখ করে ইরাকের এ নেতা বলেন, যেসব দেশ ইসরায়েলি পণ্য বয়কট ও দূতাবাস বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে ইরাকের সরকার ও সংসদের আন্তর্জাতিক পদক্ষেপ নেয়া জরুরি।

    সেইসঙ্গে বিশ্বের পূর্ব-পশ্চিম সবখানে নিপীড়িত জনগণকে সমর্থন দেয়া অপরিহার্য বলেও জোর দেন মুক্তাদা আল-সদর।

    সম্প্রতি ইসরাইলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় ইরাকি নেতা এসব কথা বললেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930