• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিলামে উঠছে গৃহকর্মীকে দেওয়া প্রিন্সেস ডায়ানার চিঠি 

     dailybangla 
    04th Jun 2024 2:23 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: গৃহকর্মীকে দেয়া প্রিন্সেস ডায়ানা নামে পরিচিত ডায়ানা ফ্রান্সেস মাউন্টব্যাটেন-উইন্ডসরের বেশ কিছু ব্যক্তিগত চিঠি ও ছুটির পোস্ট কার্ড আগামী ২৭ জুন নিলামে তোলা হবে। যার আয়োজক বেভারলি হিলসের জুলিয়ান’স অকশান। ধারণা করা হচ্ছে, নিলামে এগুলোর দাম লক্ষাধিক ডলার ছাড়াবে।

    নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ওয়েলসের রাজকুমারী ও তার গৃহকর্মী মাউড পেন্ড্রের মধ্যে অনেক চিঠিপত্র আদান-প্রদান হয়েছে।

    ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হওয়ার পর ব্যক্তিগত অনুভূতি জানিয়ে এসব লিখেছেন ডায়ানা। ১৯৮১ থেকে ১৯৮৫ সালের মধ্যে গৃহকর্মীকে ক্রিসমাস ও নববর্ষের ১৪টি কার্ড দেন তিনি। সেই চিঠি ও কার্ডগুলোকেই এবার নিলামে তোলা হবে।

    বেভারলি হিলসে অবস্থিত নিলাম ঘর জুলিয়ান’স অকশনে চিঠি ও পোস্ট কার্ডগুলো নিলামে তোলা হবে।

    এই চিঠিগুলোর মধ্যে বেশ কয়েকটি চিঠি আছে যাতে ডায়ানার ব্যক্তিগত অনুভূতি এবং তার জীবনের খুঁটিনাটি অনেক বিষয় স্থান পেয়েছে। এর মধ্যে একটি রাজকীয় লেটারহেডে হাতে লেখা নোটে বলা হয়েছে.‘ট্রিমেন্ডাস সাকসেস।’ এগুলোর মধ্যে ১৯৮২ সালের ৮ সেপ্টেম্বর হাতে লেখা একটি চিঠি রয়েছে। সেই চিঠিতে চার্লসের সঙ্গে তার হানিমুনের কথা বলা আছে।

    ডায়ানার প্রথম সন্তান উইলিয়ামের জন্মের পর একটি চিঠিতে তিনি লেখেন, ‘আমি অনেক গর্বিত। কারণ আমি একজন ভাগ্যবতী মা। আমাদের মধ্যে সুখ ও তৃপ্তি এনেছে উইলিয়াম।’

    ১৯৮২ সালে প্রিন্স উইলিয়ামকে দেয়া উপহারের জন্য কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে এক চিঠিতে ডায়ানা লেখেন, ‘আমরা আপনাদের উপহারে খুবই রোমাঞ্চিত ও আনন্দিত। আপনাদের অনেক ধন্যবাদ। আসলে উইলিয়াম এর প্রাপ্য নয়।’ সেই চিঠিতে ডায়ানার স্বাক্ষরসহ কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার কথাও লেখা ছিল।

    ১৯৮৩ সালের ১৩ জুলাইয়ের আরেকটি দুই পৃষ্ঠার চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে ডায়ানার জীবনের মজার দিক উঠে এসেছে।

    ডায়ানা লিখেছেন, আলথর্প থেকে হেলিকপ্টার উড্ডয়নের কথা। সেই ঘটনায় খুবই অবাক হয়েছিলেন তিনি।

    প্রিন্সেস ডায়ানাকে তার দাতব্য কাজ ও ব্যক্তিগত জীবনের জন্য বিশ্বের অন্যতম বিখ্যাত নারী হিসেবে বিবেচনা করা হয়। তার বৃদ্ধিমত্তা, ব্যক্তিত্ব এবং স্টাইলের জন্য সেই সময় বিশ্বের অন্যতম অনুকরণীয় এক নারীতে পরিণত হন ডায়ানা। প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারির মা ডায়ানা ১৯৯৬ সালে রাজা চার্লসকে ডিভোর্স দেন। ১৯৯৭ সালে ৬৩ বছর বয়সে প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031