• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধীই নন, মিথ্যাবাদীও বললেন মার্কিন সিনেটর 

     dailybangla 
    25th Jul 2024 6:46 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। একই সঙ্গে তিনি একজন মিথ্যাবাদীও বটে। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে।

    বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন। গত বুধবার (২৪ জুলাই) মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেয়া ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্যান্ডার্স এ মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইসরাইলি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মার্কিন সিনেটর স্যান্ডার্স বলেন, ইসরাইলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায়। আর এ জন্যই আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন। মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটিই প্রথম কোনো লজ্জাজনক ঘটনা দেখল গোটা বিশ্ব।

    এক্সে দেয়া ওই পোস্টে স্যান্ডার্স আরও লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণ। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে।

    এদিকে, স্যান্ডার্স ছাড়াও অনেক ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। তাদের মধ্যে সিনেটর ক্রিস ভ্যান, সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য সিনেটের ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি এবং ব্রায়ান শ্যাটজ এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারেও ভাষণটি বর্জন করেন। এছাড়া প্রতিনিধি পরিষদে বর্জনকারীদের মধ্যে রয়েছেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসেসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ। তারা জানান, গাজা যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তা বৃদ্ধির এ ভাষণে তারা অংশগ্রহণ করতে চান না। গাজা যুদ্ধের কারণে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031