• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

     dailybangla 
    23rd Feb 2025 6:01 pm  |  অনলাইন সংস্করণ

    নজমুল হক, ফ্রান্স থেকে: যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা, বই মেলা ও চিত্র প্রদর্শনীর মাধ্যমে ব্যতিক্রমী মাত্রা যোগ হয় প্যারিসের সেইন্ট ডেনিস মিউনিসিপালিটি স্থায়ী শহীদ মিনারে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় প্যারিসের সেইন্ট ডেনিস মিউনিসিপ্যালিটি শহীদ মিনারে স্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে এর আনুষ্ঠানিকতার শুরু হয়।

    সিকানু বাঙালি এসোসিয়েশনের সভাপতি সরুফ ছদিওল, উপদেষ্টা ও আয়েবার মহাসচিব তুলুস, প্যারিসের স্থায়ী শহীদ মিনারের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ ইনু, একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, সদস্য সচিব এমদাদুল হকসহ ফ্রান্স প্রবাসী বাঙালি সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স, ইউরো বাংলা প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি, বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্স ,নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স, দোহা নবাবগঞ্জ এসোসিয়েশনসহ প্যারিসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি, সকল শ্রেণি-পেশার মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার অঙ্গন।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন ফরাসি উচ্চপদস্থ কর্মকর্তারা। ফ্রান্সে বেড়ে উঠা নতুন প্রজন্মের বিশাল একটি অংশ । সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন ছিলো আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্ত্বা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলন। ভাষা আন্দোলনের মহিমা ও তাৎপর্য আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের গণ্ডি পেরিয়ে আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে এবং সারা বিশ্বে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। নতুন প্রজন্মের মাঝে একুশের সুদূরপ্রসারী চেতনাকে ছড়িয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

    এদিকে প্যারিসের রিপাবলিক চত্বরে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে মাতৃভাষা দিবস উদযাপন করেন স্বরলিপি শিল্পীগোষ্ঠী প্যারিস, কুমিল্লা এসোসিয়েশন, নোয়াখালী এসোসিয়েশন, বরিশাল বিভাগীয় এসোসিয়েশনসহ প্যারিসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিরা।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930