প্রথমবারের মতো ইরানে নারী মুখপাত্র নিয়োগ দিল সরকার
dailybangla
29th Aug 2024 1:47 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো একজন নারীকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে ইরান। ইরান সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত হওয়া ওই নারীর নাম ফাতেমেহ মোহাজেরানি।
বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যদিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো।
২৯ আগস্ট, বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভি।
১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্ম ফাতেমেহর। স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট করেছেন তিনি।
এর আগে ৫৪ বছর বয়সী মোহাজেরানি ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।
বিআলো/শিলি