বাস খাদে পড়ে বিএসএফের ৩ সদস্য নিহত
dailybangla
21st Sep 2024 10:49 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বহনকারী একটি বাস গিরিখাদে পড়ে তিনজন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। তারা জম্মু ও কাশ্মিরের এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। খবর এনডিটিভি’র।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি বাসে করে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। যে বাসটি গিরিখাদে পড়েছে সেটির মধ্যে ৩৫ জন সদস্য ছিলেন।
বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাণ হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিআলো/শিলি