• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাশিয়ার সুদজা শহর দখলের দাবি জেলেনস্কির 

     dailybangla 
    16th Aug 2024 1:45 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সেনারা রাশিয়ার একটি শহর দখলে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    বৃহস্পতিবার জেলেনস্কি বলছেন, তার বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে সীমান্ত পেরোনোর এক সপ্তাহেরও মধ্যে রাশিয়ার সুদজা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

    বিবিসি, সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কিইভের বাহিনী গত বুধবার থেকে কুরস্ক শহরের ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাশিয়ার শহরটিতে অবস্থান করছে।

    এতদিন রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা না হলেও ইউক্রেনের প্রেসিডেন্টই প্রথম নিশ্চিত করলেন, শহরটির দখল নিয়েছে তার বাহিনী।

    ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেছেন, তার সেনারা আকস্মিক আক্রমণ শুরু করার পর রাশিয়ার প্রতিরোধের মধ্যেই ৩৫ কিলোমিটার (২১.৭ মাইল) অগ্রসর হয়েছে এবং ১,১৫০ বর্গকিলোমিটার এলাকা ও ৮২টি বসতি দখল করেছে।

    সিরস্কি জানিয়েছেন, দখলে নেওয়া সুদজা শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের অগ্রাধিকার চাহিদা মেটাতে সেখানে একটি সামরিক কার্যালয় স্থাপন করা হয়েছে।

    রাশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্যাস টার্মিনালের কাছে সুদজা শহরের অবস্থান। ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পথ হচ্ছে সুদজা। ধারণা করা হচ্ছে, কিইভের সেনাদের এই শহর দখলের অন্যতম লক্ষ্য হতে পারে মস্কোর আয়ের লাভজনক উৎস কমিয়ে দেওয়া ।

    ইউক্রেনের আক্রমণের মুখে হাজার হাজার রাশিয়ান তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে এবং রাশিয়ার সেনারা কিইভের সেনাদের প্রতিহতে যেভাবে হোঁচট খাচ্ছে, তাতে তারা এই মহূর্তে খানিকটা পিছিয়ে পড়েছে।

    এর আগে বুধবার ইউক্রেনের ড্রোন রাশিয়ার চারটি বিমানঘাঁটি লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। ইউক্রেনের নিরাপত্তা বিভাগের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক ও ভোরোনেঝ এবং মস্কোর পূর্বাঞ্চলীয় নিঝনি নভগোরোদ অঞ্চলের চারটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

    তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কুরস্ক ও পার্শ্ববর্তী অঞ্চলে ১১৭টি ‘বিমানসদৃশ’ ড্রোন এবং চারটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

    ইউক্রেনের হামলা একদিকে ক্রেমলিনের জন্য একটি বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে অন্যদিকে কিইভ যে তাদের রণকৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, তাও পরিষ্কার।

    কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম বিদেশি সেনারা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করল।

    কিইভের অগ্রগতি ঠেকাতে ইউক্রেইন ও অধিকৃত ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রগুলো থেকে রুশ রিজার্ভ সেনাদের সরিয়ে নিয়েছে বলে বুধবার সিএনএনকে জানিয়েছেন ইউক্রেনের এক সামরিক কমান্ডার।

    বৃহস্পতিবার টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলে ইউক্রেইনীয় বাহিনীর কাছ থেকে প্রথম গ্রামটি পুনর্দখল করেছে।

    এদিকে বেশ কয়েকটি গ্রাম হাতছাড়া হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেসব জায়গা থেকে ইউক্রেইন সেনাদের বিতাড়িত করা হবে বলে অঙ্গীকার করেছেন।
    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930