• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শীতপ্রধান কাশ্মীরে ২৫ বছরের রেকর্ড তাপপ্রবাহ, স্কুল বন্ধ 

     dailybangla 
    30th Jul 2024 11:54 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: চলতি জুলাই মাসে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত শীতপ্রধান অঞ্চল কাশ্মীরে ২৫ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমে এই অঞ্চলের মানুষ বিপর্যস্ত হয়ে বৃষ্টি প্রার্থনা করছেন। এই অস্বাভাবিক গরমের কারণে ছোটদের স্কুল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। আগামী দু’দিন পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কুলে যাবে না, তবে শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।

    রবিবার (২৮ জুলাই) জারি করা কাশ্মীর প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, ২৯ এবং ৩০ জুলাই তীব্র গরমের কারণে সকল সরকারি ও বেসরকারি স্কুলের ছোটদের ক্লাস বন্ধ থাকবে।

    সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত (২৮ জুলাই) রবিবার কাশ্মীরে ছিল জুলাইয়ের সর্বাধিক উষ্ণতম দিন। কাশ্মীরের শ্রীনগর শহরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ছিল সেখানে এ বছরেরও সর্বোচ্চ তাপমাত্রা।গত কয়েকদিন ধরেই উপত্যকার একাধিক এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ বইছে।

    কাশ্মীরের আপেল, আখরোট-সহ বিভিন্ন বাগানের মালিক ও কর্মীদের সতর্ক করে জানানো হয়েছে, এই গরমে তাদের কী কী ব্যবস্থা নিতে হবে।

    কাশ্মীর জুড়ে এই তাপপ্রবাহ পরিস্থিতিতে নাজেহাল বাসিন্দারা। এই মুহূর্তে যারা সেখানে বেড়াতে গিয়েছেন, ভূস্বর্গের উষ্ণ আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছে তাদেরও। পরিস্থিতি এমনই যে, সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে। স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আগামী দু’দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

    আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কাশ্মীরে ১৯৯৯ সালের ৯ জুলাই ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ২৫ বছর পর আরেকবার রেকর্ড তাপমাত্রার সাক্ষী হলো কাশ্মীরের রাজধানী শহর। এর আগে ১৯৪৬ সালের ১০ জুলাই ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কাশ্মীরের শ্রীনগরে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930