• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সু চির জন্মদিন উদযাপন করায় গ্রেপ্তার ২২ 

     dailybangla 
    21st Jun 2024 1:00 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জন্মদিন পালন করায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী মান্দালে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খবর দ্য ইরাবতীর।

    প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ জুন) ছিল অং সান সু চির জন্মদিন। দিনটি উপলক্ষে মিয়ানমারের অনেকেই চুলে ফুল পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এছাড়াও এদিন জনসমাগমস্থলে প্রার্থনাও করা হয়। এর জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে মিয়ানমার পুলিশ।

    জান্তাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে বলেও দাবি করা হয়। যদিও সংবাদমাধ্যমটি স্বাধীনভাবে ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি।

    শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি সব সময় চুলে ফুল পরে থাকেন। তাকে তিন বছরের বেশি সময় ধরে বন্দী রেখেছে জান্তা সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

    গতকাল বুধবার ছিল সু চির ৭৯তম জন্মবার্ষিকী। শারীরিক নানা জটিলতায় তিনি অনেকটাই অসুস্থ। বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংগঠন থেকে জান্তা সরকারের কাছে সু চিকে ছেড়ে দেয়ায় আহ্বান জানানো হলেও তারা সে আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি।

    সু চিকে তার পরিবার বা অন্য কারও সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। ২০২১ সালের ফেব্রুয়ারির পর শুধু গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সু চির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930