dailybangla
13th Apr 2024 9:07 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।
১৩ এপ্রিল, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বন্ডি জাংশন শপিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।
স্থানীয় পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বন্ডি জংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে এবং হামলায় এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। একজন পুরুষ একটি ছুরি নিয়ে এই হামলা চালায়, তাকে থামাতে পুলিশ গুলি চালালে হামলাকারীও নিহত হয়।
শপিং মলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকায়। হামলা পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখেছে।
বিআলো/শিলি