ব্লগিং শুরু করলেন মাহি
বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্লগারও। ফুড গেমের ওপর একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের নামে চালু করা ইউটিউব চ্যানেলে। সামনে এই সেক্টরে নিয়মিত কাজ করতে চান অভিনেত্রী।
মাহি বলেন, ‘এমনিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমি বেশ সরব। বাকি ছিল ইউটিউব। ভাবলাম এটা কেন বাদ থাকবে! তাই নিজের নামে ইউটিউব চালু করলাম। সেখানে নিয়মিত ভিডিও প্রকাশ করার সিদ্ধান্তও নিয়েছি। আপাতত ফুড গেমের ওপর ব্লগিং করছি। পরে ভেবে দেখব কোনো কনটেন্ট তৈরি করব কি না!’
ভ্রমণের ওপর আরো পাঁচ-ছয়টি ভিডিও তৈরি করা আছে মাহির। সম্পাদনার কাজ বাকি। ঈদের ব্যস্ততায় সেটা করতে পারছেন না অভিনেত্রী।
গতকাল তিনি উত্তরায় হাসান রেজাউলের ‘বাউন্সার’ নাটকের শুটিং করছিলেন। সেখান থেকেই মুঠোফোনে বলেন, ‘দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে। সেই ভ্রমণের ওপর করা ভিডিওগুলো ঈদের ছুটিতে সম্পাদনা করব। সপ্তাহে অন্তত একটি করে ভিডিও দেব। আমার ভক্তদের অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারা আমার সঙ্গে থাকলে কাজ করতেও ভালো লাগবে, ভালো লাগবে নতুন নতুন ব্লগ বানাতে।
বিআলো/শিলি