• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেপালে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন ড. মো. সাদী-উজ-জামান 

     dailybangla 
    02nd May 2024 11:09 pm  |  অনলাইন সংস্করণ

    মো. ইব্রাহীম হোসেনঃ বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে প্রায় দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন ড. মো. সাদী-উজ-জামান সম্প্রতি নেপালে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের (এনবিএফএ) আয়োজনে ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-২০২৪ অনুষ্ঠানে ড. মো. সাদী-উজ-জামানকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড -২০২৪ প্রদান করা হয়। উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উভয় দেশের বিশিষ্ট অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

    ড. মো. সাদী-উজ-জামান বাংলাদেশের স্বনামধন্য একমাত্র শতভাগ পরিবেশবান্ধব আবাসন কোম্পানি নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারসের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    এছাড়াও তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ডিগনিফাইডের চার্টার্ড প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারপার্সান অব দ্য ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আহ্বায়ক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম অ্যাওয়ার্ডসের সম্মানিত প্রধান উপদেষ্টা ড. মো. সাদী-উজ-জামান।

    বাংলাদেশে প্রথম রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের উপর প্রফেশনাল ডক্টরাল ডিগ্রির গৌরব অর্জন করেন ড. মো. সাদী-উজ-জামান। তিনি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইআইইউ-প্যারিস, ফ্রান্স থেকে রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের উপর প্রফেশনাল ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে ব্যতিক্রমী, উল্লেখযোগ্য ও অসামান্য অবদানের জন্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইআইইউ-প্যারিস, ফ্রান্স ড. মো. সাদী-উজ-জামানকে এই ডক্টরাল ডিগ্রি প্রদান করে এবং এই ইউনিভার্সিটি ড. মো. সাদী-উজ-জামানের একটি স্পেশাল ফিচার তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করে। যা সত্যি বাংলাদেশকে বিশ্বের সামনে স্বগৌরবে উপস্থাপন করতে এক অনন্য মাত্রা যোগ করেছে।

    বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রফেশনাল রিয়েল এস্টেট প্রশিক্ষণ কেন্দ্র মার্স ইনস্টিটিউট অব রিয়েল এস্টেট ট্রেইনিং (এম.আর.ই.টি) এর প্রতিষ্ঠাতা ড. মো. সাদী-উজ-জামান। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তিনি আবাসন খাতকে জনগণের কাছে পুনর্জীবিত ও নির্ভরযোগ্য করে তোলার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। পরবর্তীতে তিনি ২০১৬ সালে রিয়েল এস্টেট একাডেমি অব ঢাকা (আর.ই.এ.ডি) প্রতিষ্ঠা করেন।
    বাংলাদেশে প্রথম ‘প্রিমিয়াম প্লট’র উদ্ভাবক ও আবিস্কারক ড. মো. সাদী-উজ-জামান। ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে প্রায় সাড়ে তিন হাজার বিঘা জমির উপর গড়ে উঠছে নতুনধরা আবাসন প্রকল্পের শতভাগ পরিবেশবান্ধব এবং বাংলাদেশে সর্ব প্রথম নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামানের উদ্ভাবিত ও আবিষ্কৃত ‘প্রিমিয়াম প্লট’ প্রকল্প। বহু সুবিধাসংবলিত এই প্রিমিয়াম প্লট-এ থাকছে তিন দিকে খোলা জায়গা। দু’টি প্রিমিয়াম প্লটের মালিকানায় গ্রাহকেরা চার দিক খোলা পাবেন এবং চারটি প্লটের মালিকানায় সর্বমোট পাঁচ দিক খোলা পাবেন। স্পেশাল ফিচারের এই প্লট তিন দিকে খোলা থাকায় ফ্লোর এরিয়া রেশিওর নীতি অনুযায়ী, ডেভেলপকৃত বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরের আয়তন হবে তুলনামূলকভাবে অনেক বেশি। নতুনধরা প্রকল্পে সুন্দর প্রকৃতি ও সবুজের মাঝে থাকবে খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, কনভেনশন হল, শিশুপার্ক, মার্কেট, কমার্শিয়াল জোন, হাসপাতাল, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন ইউটিলিটি সরবরাহ ব্যবস্থাসহ সকল ধরনের অত্যাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা।

    বাংলাদেশের আবাসন খাতকে জনগণের কাছে পুনর্জীবিত ও নির্ভরযোগ্য করে তোলার ক্ষেত্রে ড. মো. সাদী-উজ-জামানের অনন্য দৃষ্টান্ত স্থাপনের নানান সফলতার খবর ও একক সাক্ষাৎকার এবং টেলিভিশন টক-শো (সরাসরি সম্প্রচার) সম্মানের সঙ্গে গুরুত্ব দিয়ে প্রকাশ করেন বাংলাদেশের প্রথম সারির স্বনাধন্য ও উল্লেখযোগ্য জাতীয় বাংলা দৈনিক পত্রিকা, ইংরেজি পত্রিকা, টেলিভিশন চ্যানেল, অনলাইন গণমাধ্যম এবং জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিনগুলো।

    ড. মো. সাদী-উজ-জামান ইউএই (দুবাই) সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত ও নেপালে আবাসন খাত এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যতিক্রমী উজ্জ্বল ও গৌরবময় কৃতিত্বের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাষ্ট্রদূত-হাইকমিশনার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্তৃক এখন পর্যন্ত প্রায় শতাধিক মর্যাদাপূর্ণ সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় এতিম শিশুদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন দীর্ঘ দিন যাবৎ এবং সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যতিক্রমী উজ্জ্বল ও গৌরবময় কৃতিত্বের বিশেষ অবদান রেখেছেন সব সময়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930