• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৮ 

     dailybangla 
    18th Jun 2024 12:57 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত নিন্দা, উদ্বেগ ও চাপের মধ্যে আবারও রাস্তায় নেমেছেন ইসরায়েলিরা। অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে পশ্চিম জেরুজালেমে চলছে আন্দোলন। তাদের দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮ জনকে।

    স্থানীয় সংবাদমাধ্যম হার্তেজের বরাতে আলজাজিরা জানায়, সোমবার রাতে জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও গণবিক্ষোভ হয়েছে। অবিলম্বে নতুন নির্বাচনসহ নানা দাবি আদায়ে এদিন রাস্তায় নেমে আসেন ১০ সহস্রাধিক মানুষ। তাদের দমনে শক্তি প্রয়োগ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে তিন জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    ইসরায়েলের সরকারবিরোধীরা সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন শহরে মিছিল সমাবেশ করছেন আন্দোলনকারীরা। তাদের হাতে ‘অবিলম্বে যুদ্ধবিরতি চাই’, ‘নেতানিয়াহু পদত্যাগ করুন’, ‘জিম্মিদের ফিরিয়ে আনুন’সহ নানা দাবি সংবলিত প্লাকার্ড, ব্যানার। ধীরে ধীরে বিক্ষোভ পুরো ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে।

    গাজায় চলমান আগ্রাসন নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছে প্রধান মিত্র ও অস্ত্রদাতা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সেই আগ্রাসন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারার অভিযোগ তুলছেন খোদ ইসরায়েলের নাগরিকরাই। বিরোধী রাজনীতিকরা তো রীতিমতো পার্লামেন্ট গরম করছেন। এরই মধ্যে সম্প্রতি পদত্যাগ করেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বিরোধীদলীয় নেতা বেনি গন্তেজ ও গাদি এইসেনকত, যার কারণে ক্ষুব্ধ হয়ে পুরো মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031