• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফরাসি পার্কে নেকড়ের হামলা, ১ নারী আহত 

     dailybangla 
    24th Jun 2024 7:31 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: সকালে জগিং করতে বেরিয়ে নেকড়ের হামলার শিকার হয়েছিলেন ফ্রান্সের এক নারী। আহত নারী হাসপাতালে ভর্তি।

    প্যারিসের কাছে থুয়ারি সাফারি পার্ক এবং চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

    প্রশাসন জানিয়েছে, ৩৭ বছরের ওই নারী রাতে পরিবার নিয়ে ওই জঙ্গলেই একটি গেস্ট হাউসে ছিলেন। সকালে তিনি জগিং করতে বার হন। সে সময় তিনটি নেকড়ে তাকে আক্রমণ করে।

    ওই নারী কতটা আহত, প্রাথমিকভাবে তা জানা যায়নি। প্রশাসনের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই নারীর আঘাত গুরুতর। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অন্য একটি সূত্র আবার দাবি করেছে, আঘাত গুরুতর হলেও ওই নারীর অবস্থা এখন স্থিতিশীল।

    সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট, সকালে পার্কের রাস্তা ধরে জগিং করতে করতে সাফারির গেটের দিকে চলে যান ওই নারী। যেখানে হেঁটে যাওয়ার কথা নয়। শুধুমাত্র সাফারির গাড়ি রাস্তা দিয়ে যায়। তবে ওই নারী ভুল করে ওই রাস্তায় গেছেন বলেই মনে করা হচ্ছে। ওই জায়গায় নির্দিষ্ট করে বিপদসংকেত দেয়া আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

    প্রশাসন জানিয়েছে, সাফারির রাস্তায় ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যেই নেকড়ের দলটি তার উপর হামলা চালায়। তিনটি নেকড়ে একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানা গেছে। তার গলায়, ঘাড়ে এবং পিঠে নেকড়ে কামর দিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

    সাধারণত এই ধরনের পার্কে জঙ্গলের ধারে ইলেকট্রিক ফেন্স বসানো থাকে। ওই ফেন্স টপকে পশুরা রাস্তার উপর উঠতে পারে না। ওই জায়গায় ইলেকট্রিক ফেন্স ছিল না বলেই মনে করা হচ্ছে।

    ১৯৬৮ সালে এক ব্যক্তি পার্কের মধ্যে এই খোলা চিড়িয়াখানাটি তৈরি করেন বলে জানা গেছে। পরে তা তিনি একটি সংস্থার কাছে বিক্রি করে দেন। ওই সংস্থাটিই পার্কটি চালায়। ১৫০ হেক্টর জমির উপর তৈরি পার্কে এক হাজার ৫০০ টিরও বেশি জানোয়ার আছে। আছে ১০০টি প্রজাতির পশুপাখি।

    প্যারিস থেকে ৪০ কিলোমিটার দূরে এই পার্কে আলাদা করে একটি নেকড়ের জোন আছে। যার ঠিক পাশেই থাকার ব্যবস্থা আছে। ২২০ ইউরো খরচ করে সেখানে থাকা যায়। ওই জায়গাতেই এই দুর্ঘটনা ঘটেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930