• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা প্রথমপত্র 

     dailybangla 
    04th Aug 2021 10:43 am  |  অনলাইন সংস্করণ

    সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা

    লালসালু

    -সৈয়দ ওয়ালীউল্লাহ

    ‘লালসালু’ উপন্যাসটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে

    [পূর্বে প্রকাশিত অংশের পর]

    ১৯. মজিদ জমিলাকে বিয়ে করেছে কেন?

    ২০. জমিলাকে অনুগত করার জন্য কেন মজিদ বারবার চেষ্টা করেছে?

    ২১. উপন্যাসে রহিমার চরিত্রে কোন দিকগুলো প্রকাশ পেয়েছে? জমিলা কেন মজিদ ও মাজারের প্রতি অনুগত হয়নি?

    ২২. জমিলা চরিত্রে প্রতিবাদ কীভাবে প্রকাশ পেয়েছে?

    ২৩. এ উপন্যাসে কুসংস্কারাচ্ছন্ন দিকগুলো কোথায় কোথায় রয়েছে?

    ২৪. এ উপন্যাসে জীবন বাস্তবতা কোথায় প্রকাশ পেয়েছে?

    ২৫. খালেক ব্যাপারী ও মজিদের বহুপত্নীর পরিবারের অশান্তির জায়গাগুলো কোথায় কোথায়?

    ২৬. আমেনা বিবিকে তালাক দিতে বললে কেন খালেক ব্যাপারী কোন প্রতিবাদ করেনি?

    ২৭. এ উপন্যাসে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল?

    ২৮. কেন এখানকার মানুষ জমির জন্য রক্ত দিতেও ভয় পায় না? ২৯. মজিদ এ গ্রামের মানুষদের কেন ধর্মান্ধ করে রাখতে চায়? ৩০. মিথ্যাকে আশ্রয় করে বেঁচে থাকার সংগ্রাম করলেও কেন মজিদ নিজের প্রতারণার কথা ভুলে যায় না?

    ৩১. ঔপন্যাসিক এ উপন্যাসের মাধ্যমে সমাজে কী বার্তা দিতে চেয়েছেন?

    ৩২. কেন বাংলাদের মানুষগুলো আজও মাজার কিংবা পীরপ্রথায় বিশ্বাস করে?

    ৩৩. উপন্যাসে মজিদ ও খালেক ব্যাপারীর উদ্দেশ্য ও অবস্থান কেন এক ও অভিন্ন?

    ৩৪. মজিদ কেন খালেক ব্যাপারীকে দিয়ে আমেনা বিবিকে

    তালাক দিয়েছে?

    অনুধাবন প্রশ্ন

    ১. মজিদ আওয়ালপুরের পিরকে তাড়াতে চায় কেন?

    ২. মজিদ দ্বিতীয় বিয়ে করতে চায় কেন?

    ৩. মজিদ আমেনা বিবির প্রতি ক্রুদ্ধ কেন?

    ৪. মজিদের কাছে শিলাবৃষ্টির অর্থ কী? বুঝিয়ে লেখ।

    ৫. ‘হাসুনির মায়ের অন্তর তখন খুশিতে টলমল।’ -কেন?

    ৬. ‘দেখে মজিদের চোখ অন্ধকারে চকচক করে’-বলতে কী বোঝানো হয়েছে?

    ৭. মজিদ হাসুনিকে পোষ্য সন্তান রাখতে চায় না কেন?

    ৮. মজিদের প্রশ্নে আক্কাস একেবারে অপ্রস্তুত হয়ে যায় কেন?

    ৯. গারো পাহাড়ের শ্রমক্লান্তি হাড় বের করা দিনের কথা ভাবলে মজিদ কেন শিউরে ওঠে?

    ১০. ‘এত করেও যার মনে ভয় হয় নাই, তাকেই এবার ভয় হয় মজিদের’-ব্যাখ্যা কর।

    ১১. তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল’- বুঝিয়ে দাও।

    ১২. ‘সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললে নয়’-কেন বলা হয়েছে?

    ১৩. খেতমজুরেরা ধান কাটতে কাটতে বুক ফাটিয়ে গান গায় কেন?

    ১৪. এত শ্রম-এত কষ্ট তবু ভাগ্যেও ঠিক ঠিকানা নেই-বলতে কী বোঝানো হয়েছে?

    ১৫. ‘খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে’-বলতে কী বোছানো হয়েছে?

    ১৬. ‘এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ’-বলতে কী বোঝানো হয়েছে?

    ১৭. মজিদের প্রতি রহিমার বিশ্বাস কীভাবে ভঙ্গ হলো?

    ১৮. ‘মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ’-ব্যাখ্যা কর।

    ১৯. ‘লতার মতো মেয়েটি যেন এ সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে’-ব্যাখ্যা কর।

    ২০. ‘সে-স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে’-ব্যাখ্যা কর।

    ‘আমার জানি মউত অয়’-কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?

    ২১. ‘জাঁদরেল পিররা যখন আশপাশ এসে আস্তানা গড়েন, তখন মজিদ কিন্তু শঙ্কিত হয়ে ওঠে’-কেন?

    ২২. ‘জোরে হাইসনা বইন, মাইন্ষে হুনবো’-কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?

    ২৩. ‘গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ’-বলতে কী বোঝানো হয়েছে?

    ২৪. আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চায় কেন?

    ২৫. জমিলা মজিদকে ভাবিয়ে তোলে কেন?

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031